শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
আনন্দ উল্লাসের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে একটি রেস্টুরেন্টে একঝাঁক নবীন ও প্রবীণ সংবাদ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
দপ্তর সম্পাদক মোঃ আশরাফ উদ্দীনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজিজ, সহ সভাপতি নাসির উদ্দীন লিটন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, অর্থ সম্পাদক রাসেদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি একুশে সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ আব্দুস সবুর ও মোঃ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, আব্দুল কাদের রাজু, রুবেল দাস, সাইফুদ্দিন রমিজ, জুনায়েদ হাসান, রাজু আহমেদ, মিনহাজ উদ্দিন, এবাদুল হক, সাজ্জাদ আহমেদ, সাঈদুর রহমান, নজিব চৌধুরী, মাহমুদ আল মামনুন মারুফ এবং পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ