মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা
একজন ক্রিকেটার হিসেবে সাকিবের পরিচিতি বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের ধারনা, ক্রিকেটার সাকিব বড় হয়ে আজকের জায়গায় এসেছেন অনেক কাঠখড় পুড়িয়ে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে।
সবার জানা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলে প্রায় একযুগ বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল তার গায়ে। সবাই মানেন, তিনিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা তারকা, সবচেয়ে চৌকশ ক্রিকেটার।
কিন্তু ফহিমের অনুভব, রাজনৈতিক মঞ্চে আজ সাকিব যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে পৌঁছাতে তাকে তেমন কষ্ট করতে হয়নি। তবে তিনি মনে করেন, ‘উত্থানের পথটা অনেক বেশি সহজ হলেও সাকিবের রাজনৈতিক জীবনটা কিন্তু মোটেই সহজ হবে না। বরং সেটা হবে অনেক বেশি চ্যালেঞ্জিং।’
তাই সোমবার বিকেল গড়াতে জাগো নিউজের সাথে আলাপে ফাহিমের মুখে এমন কথা, ‘সাকিব ক্রিকেটার হিসেবে অনেক ওপরে। ক্রিকেটার সাকিব বিরাট উচ্চতা নিয়েই রাজনীতিতে এসেছে। ওই হিসেবে এটা আর এক ধরনের অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট।’
এখানে এতটা পরিশ্রম করতে হয়নি। ক্রিকেটটা তার নিজের।‘ক্রিকেটে তাকে ওপরে ওঠার জন্য যতটা পরিশ্রম করতে হয়েছে। ও কি করবে না করবে সেটা তার ব্যাপার। সেখানে উন্নতি করতে হবে তার নিজেকেই; কিন্তু রাজনীতির মাঠে উন্নতিটা তার একার হাতে না। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং।
এ দায়িত্বটা তাকে পালন করতেই হবে। কোন চয়েজ নেই। চ্যালেঞ্জটা বড়। নিজের ওপরেও। এখানে ভাল না করার কোন সুযোগ নেই। তার নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজ তাকে করতেই হবে।’