রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।

ছুরিকাঘাতে প্রাণ গেল নৈশপ্রহরীর

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি পাইকারী ব্যবসাকেন্দ্র এলাকায় এবার ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক সদ্য নিয়োগকৃত নৈশ প্রহরী মো. ভাসান মালতি (৫০)।

গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার  ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা ইমন ওই নৈশপ্রহরীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পরে গিয়ে এই দাড়োয়ান তার হাতে থাকা বাঁশি জোড়ে জোড়ে ফুঁ দিতে থাকেন। এমন ঘটনায় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে মারা গেছে বলে জানায় চিকিৎসক।

ছুরি দিয়ে তার বুকে পিঠে কুপিয়েছে ছিনতাইকারীরা। নিহত ভাসান মালতি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া গ্রামের জালাল মালতির ছেলে।

নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী মো. ভাসান মালতির লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ছিনতাইকারী হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com