কাজী মোস্তফা রুমি,ব্যবস্থাপনা সম্পাদক:
নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশনের সাবেক সফল সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, সফল নেতৃত্ব, নাগরপুর উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের ভরসার শেষ আশ্রয়স্থল আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম দ্বিতীয় দিনের মত নাগরপুরের বিভিন্ন জায়গায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এরই ধারাবাহিকতায় দিনের শুরুতে নাগরপুর উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশ আ’লীগ টাঙ্গাইল জেলার শাখা নবনির্বাচিত বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, সরকারি সা’দাত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সফল ভিপি, টাঙ্গাইল -৮ (সখিপুর -বাসাইল) এর নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন।
উক্ত মতবিনিময় শেষে আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এর সাথে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়।তিনি গণমাধ্যমকে জানান- আজকের এই মতবিনিময় আসলে অন্য কোন কিছু নয়। আমাদের উপজেলা আ’লীগের দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আমাদের সকলের নেতা, টাঙ্গাইলের ৪২ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন জননেতা এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, এমপি মহোদয়ের সাথে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হলো।
এখান থেকে আমরা উপজেলা আ’লীগকে আরো সুসংগঠিত এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে পুনরায় আ’লীগ সরকার গঠন করতে পারে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেলাম যা আগামী দিনে আমাদের দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত মত বিনিময় শেষে নাগরপুরে ফেরার পথে এলাসিন বাজারে স্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।এলাসিন বাজারে মতবিনিময় শেষে নাগরপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে তাৎক্ষণিক মতবিনিময় করেন।
নাগরপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো: কুদরত আলী।
অদ্যকার মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন সহ উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভা শেষে নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কুদরত আলী এক সংক্ষিপ্ত যৌথ বার্তায় গণমাধ্যমকে বলেন – আমরা তৃণমূল আ’লীগের নেতৃবৃন্দদের সাথে সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শুরু করেছি।
এর ধারাবাহিকতায় আগামীকাল সকাল ১১ টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে তৃণমূল আ’লীগ নেতৃবৃন্দদের সাথে আমরা মতবিনিময় করতে যাচ্ছি।উক্ত মতবিনিময় সভায় নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন ও সকল ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।