বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
উখিয়ায় রাতের আধারে বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে জামায়েতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ চন্দনাইশে ধর্ষণ করতে গিয়ে চিৎকার করায় ভাগনিকে হত্যা করল মামা, নানা-নানীকেও জবাইয়ের চেষ্টা উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বিবৃতি: গাজার পক্ষে শান্তিপূর্ণ হরতাল এবং মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান সড়ক প্রশস্ত না হলে দুর্ঘটনা কমবে না দুর্ঘটনাপ্রবণ ১৬০ কিলোমিটার-প্রায়ই ঝরছে তাজা প্রাণ আলোর মুখ দেখেনি চার লেন প্রকল্প কক্সবাজারে সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমিরসহ নিহত ৩ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রাণহানির কারণে সড়কের কালো বিটুমিন রক্তে রঞ্জিত হচ্ছে

পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরে হারলেন পোল্যান্ড গোলরক্ষক

এবারের বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করে রেকর্ড গড়লেন পোল্যান্ড গোলরক্ষক ওয়েচক সিজনি। সবচেয়ে বড় কথা, বিগ ম্যাচে মেসির মত খেলোয়াড়ের পেনাল্টি ফিরিয়ে দিয়ে নায়ক বনে গেছেন তিনি। যদিও দলের বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে যেতে হলো।

প্রথম কোনো গোলরক্ষক হিসেবে এক বিশ্বকাপে জোড়া পেনাল্টি সেভ করে রেকর্ড গড়লেন। মেসির পেনাল্টি রক্ষা করেও মন ভালো নেই সিজনির। কারণটা কিন্তু দল ২-০ গোলে হেরে যাওয়া নয়, ভিন্ন একটি কারণে। কারণ, মেসির কাছে মোটা অঙ্কের বাজিতে হেরে গেছেন তিনি।

খেলার মধ্যে কীসের বাজি? মেসির সঙ্গেই বা বাজি ধরতে আসলেন কেন তিনি? মূলত বুধবারের এই ম্যাচটিতে মেসি পেনাল্টি পেয়েছেন কি না তা নিয়েই ছিল সংশয়। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বাঁ-দিক থেকে বাড়ানো বলে মেসি হেড দেওয়ার চেষ্টা করতে যখন লাফিয়ে উঠলেন, তখন সিজনির হাতে তার মাথায় আঘাত লাগে। খালি চোখে রেফারি সেটিকে পেনাল্টি দেওয়ার মতো ফাউল বলে মনে করেননি; কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেন।

রেফারি যখন রিপ্লে দেখে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, তখনই সিজনি মেসির সঙ্গে বাজি ধরেন যে, রেফারি এটিকে পেনাল্টি দেবেন না। রেফারি যদি পেনাল্টি দেন, তাহলে মেসিকে ১০০ ইউরো দেওয়ার প্রতিশ্রুতিও দেন সিজনি।

পরে দেখা যায়, রেফারি পেনাল্টি দিয়ে দিলেন। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি। সিজনি অসাধারণ দক্ষতায় মেসির পেনাল্টি ফিরিয়ে দেন। দুনিয়ার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করার লজ্জাজনক রেকর্ডও করেছেন আর্জেন্টাইন তারকা।

তবে পেনাল্টি রক্ষা করলেও নিজের বাজির কথা ভোলেননি সিজনি। তিনি বলছিলেন, ‘পেনাল্টির আগে আমি মেসির সঙ্গে কথা বলছিলাম। ওকে বলেছিলাম আমি ১০০ ইউরো দেব যদি তুমি পেনাল্টি পাও। যদিও আমি জানি না বিশ্বকাপে এমন করা যায় কি না। এটা বলার জন্য আমাকে ব্যানও করা হতে পারে। তবে তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া আমি তো আর সত্যি সত্যি মেসিকে টাকাটা দেব না। এমনকি মেসিও এই ১০০ উইরো নিয়ে এতটা ভাববে না।’

এতো গেল সিজনির কথা। পেনাল্টি মিস নিয়ে মেসি কী বলছেন? আর্জেন্টাইন অধিনায়ক জানান, পেনাল্টি মিস করার পর তার নিজের ওপর রাগ হচ্ছিল। তবে তার ওই মিসের পর পুরো দল আরও একত্রিত হয়ে ভালো খেলেছে। সেটাই তার প্রাপ্তি। মেসি আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার জন্য তার দল প্রস্তুত। তবে নিজেদের ফেবারিট হিসেবে মানতে চাইছেন না পিএসজি তারকা। তিনি বলেন, বিশ্বকাপে সবাই-সবাইকে হারাতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com