বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
যশোরের ঝিকরগাছা উপজেলার সাদিপুর বকুলতলা বাজারের গণেশ ষ্টোরে চুরি সংঘটিত হয়েছে। নগদ ২লক্ষ টাকাসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। সিসি ক্যামেরায় চোরদের ছবি ধরা পড়লেও এখনও চোর সনাক্ত হয়নি।
গণেশ ষ্টোরের মালিক উত্তম কুমার মন্ডল জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে কর্মচারীসহ সবাই বাড়িতে যায়। সকাল ৭ টার দিকে দোকান খুলতে এসে দেখে তালা ভেঙ্গে দোকানে চুরি হয়েছে।
তখন ভেতরে প্রবেশ করে দেখতে পায়, দোকানের থাকা তার সিটি ব্যাংকের এটিএম কার্ড, এনআইডি কার্ড, নগদ দুই লক্ষ টাকা, মসলা, সিকারেটসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার বিভিন্ন ধরণের মালামাল নিয়ে গেছে চোরচক্র। দোকানের সিসি ক্যামেরায় চোরদের ছবি ধারণ করা আছে।
সিসি ক্যামেরার সময় অনুযায়ী চোরেরা রাত ২ঃ০৫ মিনিট হতে ২ঃ৫০ মিনিট পর্যন্ত দোকানের মালামাল চুরি করেছে। দুই জন ব্যক্তিকে সিসি ক্যামেরায় দেখা গেছে। এছাড়াও বাইরে গার্ড হিসাবে অনেকেই ছিল বলে তার ধারনা।
ছবি দেখে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলে চোরচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে এবং আমার চুরি হওয়া টাকা ও মালামাল উদ্ধার করা যাবে আশা প্রকাশ করেছেন দোকানদার উত্তম কুমার মন্ডল।
তবে চোরচক্র এলাকার হলেও তাদের সনাক্ত করা যাচ্ছে না। সকালে শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসি ক্যামেরার রেকর্ড নিয়েছেন। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেস দেখে চোরদের আইনের আওতায় আনা হবে এবং চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধারের জোর চেষ্টা করব।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে বল্লা বাজার থেকে একটি ও বললা মসজিদের সামনে থেকে দুপুর ১ টার সময় মোট দুইটি মোটরসাইকেল একই দিনে একি সময়ে চুরি হয়েছে। এছাড়া এলাকার কয়েকটি গ্রাম থেকে ছোট-বড় জিনিষপত্র চুরির খবর পাওয়া গেছে।