রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বৃহস্পতিবার আল ওয়াকরার আল জানুব স্টেডিয়ামে দুই দলের ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোন দলই।প্রায় সমান তালে লড়েছে ইউরোপ ও আফ্রিকার দেশ দুটো।
দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল। গোল আদায় করতে পারেনি কোন দলই।৩০ মিনিটে ক্যামেরুন প্রমার্ধে তাদের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল গোল করার। মার্টিন হোংলার শট গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে ক্লিয়ার করেন ডিফেন্ডার সিলভান উইডমার।
৪০ মিনিটে সুইজারল্যান্ডের রুবেন ভারগাসের ক্রসে চমৎকার হেড নিয়েছিলেনন নিকো এলভেদি। দুর্ভাগ্য তার হেডের বল বাইরে চলে যায় পোস্ট ঘেঁষে।বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে আরেকটি সুযোগ তৈরি হয়েছিল সুইজারল্যান্ডের সামনে। এবারও উৎস ছিলেন রুবেন ভারগাস। পোস্টের খুব কাছ থেকে নেওয়া ম্যনুয়েল একানজির হেড চলে যায় বাইরে।