বাংলাদেশ প্রতিদিন খবর
- বুধবার ২ নভেম্বর, ২০২২ / ১৪১ জন দেখেছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল, খোরশেদ মার্কেট সহবতপুর শাখার তৃতীয় সেমিস্টার পরীক্ষা’২২ এর ফলাফল, অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্রপ্রদান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানটি আজ সকাল ১০ ঘটিকার সময় সূর্য আইডিয়াল স্কুল খোরশেদ মার্কেট শাখা কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ- নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম, এম.এস.এস-রাষ্ট্রবিজ্ঞান।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্য আইডিয়াল স্কুল বনগ্রাম শাখার প্রধান শিক্ষক ও কোচিং শাখার পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমি।
এর সময়ে উক্ত শাখার সকল শিক্ষক শিক্ষিকামন্ডলী, ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।ফলাফল ঘোষণার আগে বিদ্যালয় পরিচালনার বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। সংক্ষিপ্ত আলোচনায় অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের মান উন্নয়নকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে তৃতীয় সেমিস্টার পরীক্ষা’২২ এর ফলাফল এবং মহামারী করোনা শুরুর পূর্বে অনুষ্ঠিত বি কে ডি এ’র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানের একপর্যায়ে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সাথে গণমাধ্যমের কথা হয়।তিনি গণমাধ্যমকে জানান – নাগরপুর উপজেলায় শিক্ষা বিস্তারের সূর্য শিক্ষা পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সূর্য আইডিয়াল স্কুল, খোরশেদ মার্কেট শাখা সূর্য শিক্ষা পরিবারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান।আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আরও শিক্ষার বিষয়ে উৎসাহ এবং উদ্দীপনা বেড়ে যাবে এবং ভবিষ্যতে তার জীবনের প্রত্যেকটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজকের এই অনুষ্ঠানের যে সকল সম্মানিত অভিভাবক, সহকারী শিক্ষক-শিক্ষিকামন্ডলী এবং আমার স্নেহের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলেছে তাদেরকে সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।