বাংলাদেশ প্রতিদিন খবর
- বুধবার ২ নভেম্বর, ২০২২ / ১৩২ জন দেখেছে

টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি পদে হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক পদে ফরহাদ ইকবাল নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার জেলা বিএনপির সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। জেলা বিএনপির সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
রাত নয়টায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।সভাপতি পদে নির্বাচিত হাসানুজ্জামিল শাহীন এক হাজার ৩৮২ ভোট পেয়েছেন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী আলী ইমাম তপন ৫৮৭ ভোট ও ছাইদুল হক ৭৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ফরহাদ ইকবাল এক হাজার ২৬০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হক ওরফে সানু পেয়েছেন ৭৯১ ভোট।নির্বাচনে দুই হাজার ১১৫ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। মোট ভোটার ছিলো দুই হাজার ৩২৩ ভোট।
এর মধ্য দিয়ে ১৩ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপি’র নেতৃত্ব নির্বাচন করা হলো। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।তারপর তিন দফা দলটির জেলা কমিটির গঠন হয়েছে সম্মেলন ছাড়াই। সর্বশেষ গত ৩ আগস্ট বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে আহবায়ক করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটি সকল উপজেলা ও পৌর কমিটির সম্মেলন শেষ করে জেলা সম্মেলনের আয়োজন করে।সকালে শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জেলার আহবায়ক আহমেদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ফকরি মাহবুব আনাম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।সম্মেলনে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।