সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে ব্রাইটনের ইকুয়েডরিয়ান তারকা ময়সেস কাইসেদোকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব লিভারপুল। ব্রাইটনের এ কার্যকর মিডফিল্ডারকে দলে পেতে ৪২ মিলিয়ন পাউন্ড বা ৪৬৭ কোটি টাকার প্রস্তাব দিয়েছে অলরেডরা।
কিন্তু ব্রাইটনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই দামে কাইসেদোকে ছাড়বে না তারা। ক্লাব মালিকের বরাত দিয়ে দলের কোচ গ্রাহাম পটার বলেছেন, এই অর্থে সর্বোচ্চ কাইসেদোর এক জোড়া বুট পেতে পারে লিভারপুল। এই কথার মাধ্যমে মূলত কাইসেদোকে বিক্রি না করার কথাই বুঝিয়েছে ব্রাইটন।
লিভারপুলের দেওয়া ৪৬৭ কোটি টাকার প্রস্তাবের ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পটার বলেছেন, ‘আমাদের ক্লাব চেয়ারম্যানকে চিনি দেখে বলছি, এই দামে সর্বোচ্চ তার (কাইসেদো) বুট পাওয়া যেতে পারে। এটি আমার কথা বলার বিষয় নয়। তবে ঘটনা যা তা-ই বললাম।’
ব্রাইটন কোচ আরও যোগ করেন, ‘কাইসেদোর জন্য অনেক ক্লাব থেকে প্রস্তাব আসছে, যা আমাকে মোটেও অবাক করেনি। কারণ সে অনেকদিন ধরেই দারুণ ফুটবল খেলছে। ওর ব্যাপারে খোঁজ নিলেই বুঝতে পারবেন ওর সামর্থ্য কী! প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলার সকল উপাদান রয়েছে কাইসেদোর।’
২০২১ সালের শীতকালীন দলবদলের মৌসুমে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ইকুয়েডরের ২০ বছর বয়সী এ উদীয়ামান তারকা। ব্রাইটনের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন তিনি। এর মধ্যে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জেতা ম্যাচে নিজের প্রথম গোলটি করেন কাইসেদো।