শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের ১১তম এই চালান। আটটি কোচ, চারটি ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল নিয়ে সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় বন্দরের ৭ নম্বর জেটিতে পৌঁছায় পানামার পতাকাবাহী জাহাজ এমভি হোসি ক্রাউন। বিশাল এই চালানে ২ সেট ট্রেনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে বলে জানা যায়। মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ গণমাধ্যমকে বলেন, ‘জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের ইঞ্জিন, বগিসহ গত ২৭ জুলাই জাহাজটি যাত্রা শুরু করেছিল। আজ সকালে এটি বন্দর জেটিতে নোঙর করে। এখন মাল খালাসের কাজ চলছে।’ এ নিয়ে মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এলো বলেও জানিয়েছেন বন্দর সচিব।