বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
এক রাতে ৩ নারীকে ধর্ষণের অভিযোগ ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে। গতবছরেই ধর্ষণের অভিযোগে এই তারকাকে রিমান্ডে নিয়েছিল পুলিশ। তবে সোমবার (১৫ আগস্ট) এই ডিফেন্ডারের বিচার কাজ শুরু হয়েছে চেশায়ারের আদালত।
আদালতের শুনানিতে বলা হয়, মোট ১৩ নারীকে যৌন নিপীড়ন করেছেন মেন্ডি। যেখানে এক রাতেই নিজের বাসার পুল পার্টিতে ৩ জনকে ধর্ষণ করেন তিনি। মঙ্গলবার (১৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। জানা যায়, ১৭-১৯ বছর বয়সী মেয়েরাই ছিল মেন্ডির প্রধান টার্গেট। নানা প্রলোভন দেখিয়ে এই বয়সী মেয়েদেন নিজের বাড়িতে এনে মদ খাওয়াতেন মেন্ডি। বেশি মদ খাইয়ে তাদেরকে মাতাল করতেন এই সাবেক ম্যানসিটি তারকা। এরপরই তাদের ধর্ষণ করতেন তিনি। জ্ঞান ফিরলে নিজেদের বিধ্বস্ত অবস্থায় পেতেন সেসব নারী। এখানেই শেষ নয়। আদালতে ‘পশু’ বলে সম্বোধন করা হয়েছে মেন্ডিকে। কারণ যৌন মিলনে সম্মতি না দিলেও জোর করে ধর্ষণ করতেন তিনি। ভুক্তভোগী দুই নারী বলেন, মেন্ডির পড়া ও ঘুমানোর কক্ষ ছিল অনেকটা ‘প্যানিক রুম’-এর মতো। যে রুম থেকে বেরোনোর রাস্তা ছিল না। কারণ, ভেতর থেকেই কেবল তালা খোলা যেতো। মেন্ডির কাছে এসব ছিল অনেকটা খেলার মতো। শুনানিতে আরও জানা যায়, এই ফুটবলার ২০১৮ সালের অক্টোবর থেকে গত বছরের আগস্টের মধ্যে মোট সাত তরুণীকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেন। এরমধ্যে বেশির ভাগ ঘটনাই ঘটেছে করোনাভাইরাস মহামারিতে লকডাউন চলাকালে।