বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জ এলএ শাখার সার্ভেয়ার মামুন এর খুঁটির জোর কোথায় কক্সবাজার জেলা কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের মাইকিং আইন লঙ্ঘন করলে সাঁড়াশি অভিযান চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কনস্টেবল নিহত সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেবো পটিয়ায় জেলেপল্লীতে আগুন, ২২ পরিবার নিঃস্ব ট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল চট্টগ্রামে সশস্ত্র বাহিনীর দুই স্থাপনার নাম বদলে গেল, পরিবর্তনের অপেক্ষায় আরও পাঁচ কুকুর দিয়ে কামড়ানোর ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

ভোটাধিকার ফেরত পেয়ে আনন্দে কাঁদলেন চলচ্চিত্র শিল্পীরা

গত নির্বাচনে ভোট দিতে পারেননি ১৮৪ জন চলচ্চিত্র শিল্পী। তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েও বর্তমান কমিটির আপত্তির মুখে ভোটাধিকার হারান। তারপর থেকেই চলছিল আইনি লড়াই। ১৮৪ জনের পক্ষে ১৮ জন আদালতে মামলা করেছিলেন।

সেই মামলার রায় আজ শিল্পীদের পক্ষে এসেছে বলে জানিয়েছেন মামলার বাদী রমিজ, সাদিয়া মির্জা ও খোকন পাশা। তারা আজ (১১ জানুয়ারি) মঙ্গলবার আনন্দ মিছিল নিয়ে এফডিসিতে প্রবেশ করেন। এসময় নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন অনেকেই।

তারা বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা রায় পেয়েছি। দীর্ঘদিনের এ লড়াই ছিল অধিকার রক্ষার।’

অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, ‘এই আনন্দের ভাষা বলে বোঝানো যাবে না। অনেক অপমান সইতে হয়েছে। অন্যায়ের বিচার হয়েছে। আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি। এবারের নির্বাচনেই আমরা ভোট দিতে পারবো।’

আরেক বাদী খোকন পাশা বলেন, ‘হাইকোর্টের রায় পেয়ে আনন্দে কেঁদে ফেলেছি। আজ (১১ জানুয়ারি) মঙ্গলবার স্মরণ করছি এই ভোটাধিকার ফেরত পাওয়ার আন্দোলনের ১৯ জন সঙ্গীকে। যারা গত দুই বছরে মারা গেছেন।

তারা সমিতির সদস্য ছিলেন। অসহায়ভাবে করুণ অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে। মিশা-জায়েদের কমিটি তাদের খবর রাখেনি। অন্যায়ের পরাজয় হয়েছে।’

আসছে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পেয়ে আনন্দিত শিল্পীরা। তারা জানান, এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলকে সমর্থন করবেন তারা। কারণ ভোটাধিকার ফেরত পেতে অভিনেত্রী নিপুণ তাদের অনেক সহায়তা করেছেন।

নিপুণ এ প্রসঙ্গে বলেন, ‘এতজন সদস্য ভোটাধিকারের জন্য লড়াই করেছেন, আন্দোলন করেছেন এটা দেখে হতাশ হয়েছিলাম। তারা আজ অধিকার ফিরে পেয়েছেন দেখে ভালো লাগছে।’

মামলার তিন বাদী জানান, আগামী ১০ দিনের মধ্যে ১৮৪ জন সদস্যের ভোটাধিকার ফেরত দিতে আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ভোটের অধিকার বাতিল করা কেন অবৈধ হবে না এই মর্মে বর্তমান কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com