বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
‘বাচপান কা প্যায়ার’খ্যাত সাহদেব সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছে। ১০ বছর বয়স সাহদেবের। এই অল্প বয়সে গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সে। গত ২৮ ডিসেম্বর একটি সড়ক দুর্ঘটনায় শিকার হয়।
ভারতীয় গনমাধ্যমে স্থানীয় পুলিশ জানিয়েছে, ছেলেটি ছিল ছত্তিশগড়ের রাস্তায়। এসময় একটি মোটরসাইকেলে ছিল সে। হঠাৎ ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। তার সাথে থাকা বাইকে আরেক আরোহীও সামান্য আঘাত পেয়েছে।
তখন তাকে অবিলম্বে জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে জগদলপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
র্যাপার বাদশা এই দুর্ঘটনার খবর জেনেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘সাহদেবের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করেছি। হাসপাতালে যাওয়ার পথে সে অজ্ঞান হয়ে পড়েছে।
আমি তার জন্য সেখানে আছি। আপনাদের প্রার্থনা প্রয়োজন।’সাহদেব তার স্কুলে ‘বাচপান কা প্যায়ার’ গানটি গেয়েছিলো। তার গাওয়া সেই গানের ভিডিও ভাইরাল হয়।