শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া ১০,০৯০ পিস টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা নগরীতে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে ডিবি, আস্থা ফিরেছে সাধারণ মানুষের

খুলনা নগরীতে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন মগানগর ডিবি। মাদক, অস্ত্র, ভারতীয় পেন্সিডিল,এয়াবা, এগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে খুলনা মহানগর না আসার জন্য রাতদিন কাজ করছেন মহানগর বিডি পুলিশ।প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আসে অবৈধ ভারতীয় মালামাল। আর এই কারনে যুবসমাজের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে।

মহানগর ডিবি, রাতদিন অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এই সমাস্ত অস্ত্র ব্যাবসায়ী,মাদক ব্যাবসায়ীদের ধরতে অভিযান অব্যহত রেখেছে ডিবি,গত ১২ মে কেএমপির গয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে,(একটি) সচল পিস্তল, ম্যাগজিন এবং ৩ (তিন) রাউন্ড গুলিসহ একজন আসামী গ্রেফতার করেছে নগর ডিবি।

গত ১২ মে ২০২২ তারিখ সকাল ১১ টার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) সমীর কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন টুটপাড়া ওয়েস্ট সার্কুলার রোডস্থ শফি উদ্দিন ফাতেমা জামে মসজিদের পূর্ব পাশে আসামীর দক্ষিণমুখী বসত ঘরের সামনে টয়লেট চালায় পুরাতন টিনের ভাজের মধ্য হতে ১ টি সচল পিস্তল, ১ টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলিসহ আসামী মোঃ ফয়সাল খান (২৫), পিতা-আমিনুজ্জামান খান ওরফে আমিন খান, সাং-৬০/৪ দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোড, থানা-খুলনা, মহানগর খুলনা’কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল খান(২৫) এর বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, ১ টি অস্ত্র মামলা, ০২ টি ডাকাতির প্রস্ততি মামলা, ২ টি মাদকের মামলা এবং ৭ টি মারামারি মামলা সহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে বলে ডিবি পুলিশ জানান। এছাড়া কেএমপির নগর ডিবি পুলিশের অভিযানের সাফল্য।

 

গত জানুয়ারি২০২২ হতে ১৩/০৫/২০২২ পর্যন্ত গোয়েন্দা বিভাগ, কেএমপি, খুলনার উদ্ধার সংক্রান্ত বিবরণী বলা হয়েছে,জানুয়ারি ২০২২- মোট উদ্ধারঃ- ২,০২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ১১ বোতল ও ৬০০০ এমএল ফেন্সিডিল। মোট মামলা ৩৬টি, মোট গ্রেফতার-৪৩ জন।

 

ফেবরুয়ারি ২০২২-মোট উদ্ধার- ৩১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৯৮০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেন্সিডিল, ৬০ লিটার চোলাই মদ, ১ টি সাদা প্রাইভেট কার, ১টি মটর সাইকেল। মোট মামলা ২৮টি, মোট গ্রেফতার ৩১ জন।

মার্চ ২০২২-মোট উদ্ধারঃ- ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৬০ লিটার চোলাই মদ, ৪১২৫ এমএল দেশী মদ, ২৪৮ সেট তাস, জুয়া খেলার নগদ ৩৬,৩৩৭ টাকা, ০১টি মটর সাইকেল। মোট মামলা ২৮টি, মোট গ্রেফতার ৬৪ জন।

এপ্রিল/২০২২-মোট উদ্ধারঃ- ৫,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা, ২৫০০ এমএল বিদেশী মদ, ১৪ ক্যান বিদেশী বিয়ার, ২,৮২,০০০/- জাল টাকা, তাস- ৪৩ সেট, জুয়া খেলার নগদ ৮,৯৫৮ টাকা, ০৩ টি মটরসাইকেল। মোট মামলা ৩০টি, মোট গ্রেফতার ৫৩ জন।

মে/২০২২ (১৩/০৫/২০২২ পর্যন্ত)- মোট উদ্ধারঃ- ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ০১ টি পিস্তল, ০১ টি পিস্তলের ম্যাগজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি। মোট মামলা ০৭টি, মোট গ্রেফতার ০৯ জন।

সর্বমোট উদ্ধারঃ- ইয়াবা ট্যাবলেট ১১,৪৯৫ পিচ, গাঁজা ১৫ কেজি ৭২৫ গ্রাম, ৫৪ বোতল ও ৬০০০ এমএল ফেন্সিডিল, চোলাই মদ ১২০ লিটার, ৪১২৫ এমএল দেশী মদ, ২৫০০ এমএল বিদেশী মদ, ১৪ ক্যান বিদেশী বিয়ার, ১ টি পিস্তল, ০১ টি পিস্তলের ম্যাগজিন, ০৩ রাউন্ড পিস্তলের গুলি, ২,৮২,০০০- জাল টাকা, তাস ২৯১ সেট, জুয়া খেলার নগদ ৪৫,২৯৫ টাকা, ৫টি মটর সাইকেল ও ১ টি সাদা প্রাইভেট কার।
খুলনা মেট্রেডিবি উপÑপুলিশ কমিশনার,গোয়েন্দা বিভাগ,বি,এম,নরুজ্জামান (বিপিএম,২৪ তম বিসিএস) এই অফিসার যায়যায়দিনকে বলেন,আমরা চেষ্টা করছি মাদক, অস্ত্র ব্যবসায়ী চোরাচালান, সন্ত্রাসী সমাজের খারাপ কাজ থেকে ভালো পথে এসে চলার জন্য। কোনো প্রকার খারাপ মানুষের সাথে আপস নেই সেই যে দলের হউক না কেন আমার এলাকায় কোন প্রকার মাদক অস্ত্র ব্যাবসা চলবে না।
এখনও সময় আছে ভালো পথে আসার জন্য। আমরা সমাজটাকে বদলাতে চাই। মানুষ সারাদিন কাজকর্ম থেকে এসে যাতে ভালোভাবে রাতে ঘুমাতে পারে আমরা সেই ভালো কাজগুলো করব। এছাড়া কোনো এলাকায় খারাপ মানুষ থাকলে ডিবি পুলিশকে জানানোর অনুরোধ করছেন এই মানবিক কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com