শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
ইমরান খানকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে। পদ হারানোর পর প্রথমবার আজ সোমবার পার্লামেন্টে গেছেন ইমরান খান।
ইমরান খান উপস্থিত হওয়ার পর তার পক্ষে স্লোগান দিয়েছেন পিটিআই নেতারা। এর আগে গতকাল রবিবার রাতে ইমরান খান বলেছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ।
ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে পিটিআই-এর হাজার হাজার সমর্থক পাকিস্তানের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। ইমরান খানের ডাকে সাড়া দিয়েই তারা রাস্তায় নেমে আসেন।
প্রধানমন্ত্রী নির্বাচন করার কৌশল চূড়ান্ত করার জন্য সংসদীয় দলের একটি সভায় সভাপতিত্ব করবেন ইমরান খান। জাতীয় পরিষদ থেকে গণহারে পিটিআই নেতাদের পদত্যাগের বিষয়েও আলোচনা করবেন তিনি।
সূত্র: জিও টিভি