শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট অনুবিভাগে দীর্ঘ ৩৩ বছর পর নন-ক্যাডার থেকে উপ কমিশনার পদে একজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে শুল্ক ও ভ্যাট অনুবিভাগে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা এক আদেশে মোট দুজন কর্মকর্তাকে উপ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে একজন হলেন নন-ক্যাডার কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩৩ বছর ধরে শুল্ক ও ভ্যাট অনুবিভাগে নন-ক্যাডার কর্মকর্তাদের উপ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়নি। এর আগে অবশ্য নন-ক্যাডার কর্মকর্তা থেকে যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার পর্যন্ত পদোন্নতির নজির রয়েছে। অতীতে একজন নন-ক্যাডার কর্মকর্তা অতিরিক্ত কমিশনার এবং একাধিক কর্মকর্তা যুগ্ম ও উপ কমিশনার পদে উন্নীত হয়েছিলেন।
এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। সংগঠনটির নেতারা একে ‘৩৩ বছরের বৈষম্যের অবসান’ হিসেবে উল্লেখ করে বলেন, শুল্ক ও ভ্যাট অনুবিভাগের ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ছিল এ ধরনের পদোন্নতি।
বাকাএভ নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নন-ক্যাডার কর্মকর্তাদের ন্যায্য পদোন্নতির এই ধারা অব্যাহত থাকবে, যা শুল্ক ও ভ্যাট অনুবিভাগে কর্মরত সব কর্মকর্তার মধ্যে পেশাগত স্বীকৃতি ও কর্মউদ্দীপনা বাড়াবে।