শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সীমান্ত সুরক্ষা ও আসন্ন নির্বাচন নির্বিঘ্ন রাখতে বিজিবির কঠোর নজরদারি মণিরামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা  নেত্রকোনায় যোগদানের পর থেকেই একের পর এক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম  নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু তীব্র শীতকালীন ঝড় ও ঠান্ডায় বিপর্যস্ত গাজা: শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত

বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘সেকেন্ড ব্যাটেল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’

রাজধানীর বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সেকেন্ড ব্যাটেল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’। মার্শাল আর্টের নিপুণ ছন্দে কাতা ও কুমিতের রোমাঞ্চকর লড়াইয়ে নিজেদের দক্ষতা মেলে ধরেছে আগামীর সম্ভাবনাময় ক্ষুদে কারাতেকারা।

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বনশ্রীর মমতাজ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার ১২টি শীর্ষস্থানীয় ক্লাবের নিবন্ধিত কারাতেকারা অংশগ্রহণ করেন।

দিনভর আত্মরক্ষার কলাকৌশল প্রদর্শন, কাতার শৈল্পিক ভঙ্গি ও কুমিতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে কারাতেকারারা তাদের নিখুঁত মুদ্রা, গতি ও কৌশলে দর্শকদের মুগ্ধ করেন।

চূড়ান্ত ফলাফলে ১৪টি স্বর্ণপদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাপান-বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি। ১৩টি স্বর্ণপদক পেয়ে রানার্সআপ হয় বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এবং ১২টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয় সোতোকান কারাতে বাংলাদেশ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদানী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইব্রাহিম মাসুম বিল্লাহ। ওয়াদো কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল শুক্কুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিয়ানা এন্ডেভর লিমিটেডের প্রেসিডেন্ট মো. শাজাহান মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম সেলাই ঘরের ব্যবস্থাপনা পরিচালক সগীর শিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ওয়াদো কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহারুখ খান রাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তোলে। আগামীর দক্ষ কারাতেকা গড়ে তুলতে এমন আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে সময় মিডিয়া লিমিটেড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com