বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সন্দ্বীপ পৌরসভা গ্রামীণ অবোকাঠামো উন্নয়নে অধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে অনুপোযোগী রাস্তা গুলোতে মাটি দিয়ে সংস্কারণ এর কাজ।
গতকাল (৫-ই) শনিবার, মার্চ সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ড এর অলিমন্দের লিং রোড মাটি ভরাট করে পুনঃনির্মাণ ও সংস্কার কাজের পরিদর্শন ও উদ্বোধন করেন, সন্দ্বীপ পৌরসভার জননন্দিত “মেয়র” মোক্তাদের মাওলা সেলিম। এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর, মোক্তাদের
মাওলা ফয়সাল, কাউন্সিলর দিদার আলম,পৌরসভা শ্রমিকলীগ নেতা শেখ শাহেদ, ছাত্রনেতা সম্রাট তকি সহ এলাকাবাসী।উপস্থিত এলাকাবাসী বলেন, এ সড়কটি অতি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও এটি দীর্ঘদিন ধরে ছিল অবহেলিত।
দীর্ঘ ১০-১৫ বছর ধরে আমরা এলাকাবাসী পৌরসভার সাবেক মেয়রের কাছে অনেক বার গিয়েছি কিন্তু তিনি পৌরসভার কোন উন্নয়ন এর কাজ করেনি। সংস্কার না হওয়ায় খানা, খন্দে পরিনত হয়েছিল সড়কটি।
আমরা সন্দ্বীপ পৌরসভার বর্তমান মেয়র সেলিম ভাইয়ের কাছে একবার বলেছি রাস্তাটি সংস্করণ করার জন্য, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং সড়কটি সংস্কারের কাজ শুরু করেছেন।
বর্তমানে এ প্রকল্পটি চলমান রয়েছে এবং এ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নির্মাণ কাজ শেষ হলে এই সড়কটি হবে এলাকার মানুষের স্বপ্নের সড়ক।
আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, সন্দ্বীপের গণমানুষের নেতা (এমপি) মহোদয় ও পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলানা সেলিম ভাইকে।