বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
অ্যাডভোকেট ইলিয়াছ
চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক ফেডারেশনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি শাহা নেওয়াজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন—
সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আমাদের প্রধান দায়িত্ব। তিনি সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি ও আসন্ন কার্যক্রম নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন।
তিনি বলেন, সদস্যদের প্রশিক্ষণ, কাভারেজ পরিকল্পনা, ফ্যাক্টচেকিং ও মাঠ পর্যায়ে নিরাপত্তার বিষয়গুলোকে আরও সুসংগঠিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন—
সাংবাদিক নাজিম
সাংবাদিক মহিউদ্দিন
সাংবাদিক জিহান
সাংবাদিক কাউছার আলম
সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
এছাড়াও স্থানীয় সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং দুর্ঘটনাজনিত ঝুঁকি মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে ভবিষ্যতে নিয়মিত সভা আয়োজন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ও সংবাদ সংগ্রহে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।