বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
মোঃ রেজাউল হক রহমত,নবীনগর ব্রাক্ষণবাড়িয়া :
একটি ফোন আর একটি মেসেজ তাতেই বদলে গেল দুই চিকিৎসকের কর্মস্থল।
উপসচিবকে ‘উপেক্ষা’ এবং ‘অপমানজনক বার্তা’ পাঠানোর অভিযোগে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়কে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের একজন উপসচিবের সঙ্গে ‘অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের ‘স্বাস্থ্য ব্যবস্থাপনা-১’ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবির অভিযোগ করেন, তার পক্ষ থেকে একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও উভয় চিকিৎসক কোনো উত্তর দেননি। পরবর্তীতে ডা. কিশলয় সাহা নিজে উপসচিবকে ফোন করলে কথোপকথনের সময় তিনি ‘অশোভন ভাষা’ ব্যবহার করেন। একইসঙ্গে পাঠানো হয় ‘উদ্ধত ও রূঢ় ভাষার’ মেসেজ।
এ ঘটনায় গত ২ অক্টোবর উক্ত চিকিৎসক দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান।
ঘটনার এক সপ্তাহের মাথায়, সোমবার (৬ অক্টোবর), স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়। ডাঃকিশলয় সাহাকে বদলি করা হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে।অপরদিকে, ডা. অদিতি রায়কে বদলি করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস।
এ বিষয়ে জানতে ডা. কিশলয় সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বদলির বিষয়টি স্বীকার করলেও অভিযোগ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার স্ত্রী ডা. অদিতি রায়ের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।