সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
ফয়সাল আহমেদ, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্র দল কর্মী ফারুক সরদার (২৮) কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
দায়ের কৃত মামলার এজাহারের দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার সোনাউল্লাহ শেখের ছেলে ফজল ( ৪০ ) ও উত্তর দৌলতদিয়া এলাকার মোহন মন্ডলের ছেলে ইউসুফ (৩০)।
সোমবার রাত ৮:০০ ঘটিকার সময় এবিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার, মো: শরীফ আল রাজীব।
পুলিশ জানায়, সোমবার (১৪ অক্টোবর) রাজবাড়ী জেলা ডিবির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলা ১২.০০ ঘটিকার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর
উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মামলার এজাহার নামীয় ৪ নং আসামী ফজল ( ৪০ ) এবং
একই দিন বিকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকেআসামি ইউসুফ (৩০) গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার, মো: শরীফ আল রাজীব জানান, দৌলতদিয়া যৌনপল্লীতে ফারুক হত্যা কান্ডের দুই আসামী কে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।