বাংলাদেশ প্রতিদিন খবর
- বৃহস্পতিবার ১০ অক্টোবর, ২০২৪ / ৮২ জন দেখেছে
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পরে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ টি শিশু।
প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলো। পিরোজপুর থেকে পাঠানো ফয়সাল হাসানের পাঠানো রিপোর্ট।
প্যাকেজপিরোজপুর-নাজিরপুর সড়কের ন‚রানী গেট এলাকা। ঘড়িতে রাত প্রায় ২টা। হঠাৎ চিৎকারে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর।
সাথে সাথে জোড়ে আঘাতের শব্দ। এলাকাবাসী দৌড়ে এসে দেখে একটি প্রাইভেট কার রাস্তার পাশে খালের মধ্যে। যাত্রী আর চালক সবাই গাড়ির মধ্যে।
এলাকাবাসী চৌকিদারকে খবর দিলে লোকজন নিয়ে গাড়ি উঠাতে চেষ্টা করে ব্যার্থ হয়। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তারা এসে এক এক করে আট জনের লাশ বেড় করে। পরে এম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকে মৃত ঘোষনা করে।
ভক্স পপ : প্রত্যক্ষদর্শী/ পুলিশ/ নিহতের স্বজন, ডাক্তার।
এদিকে প্রাপ্ত মোবাইল ফোনের মাধ্যমে নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার(৩০),মেয়ে মুক্তা (১২)ও ছেলে সোয়াইব (২)। এ পরিবারটির বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়।
অপর পরিবারটি হলো শাওন মৃধা(৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল (৩)ও অপর ছেলে শাহাদাৎ (১০)।
পে- অফ : শাওন নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়ায় তার গ্রামের বাড়িতে দেখা করে ঢাকায় যাওয়ার জন্য প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাচ্ছিলো।