বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়ি বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া(১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আগতেরিল্ল্যা গ্রামের সোনাউল্লার মেয়ে ও গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বাসিন্দা সবুজের স্ত্রী।
জানা যায়, সুমাইয়া গত ২ দিন আগে গোপালপুর স্বামীর বাড়ি থেকে ভূঞাপুর বাবার বাড়িতে বেড়াতে আসেন।
পরে আজ সকালে হঠাৎ করেই বাড়িতে পশ্চিম সাইডের রুমে সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচ দিয়ে ফাঁস নেয়।
পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
ঘটনার বিষয়ে ভূঞাপুর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে গৃহবধূর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।