রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার পৌর এলাকার চাঁপানগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফিরোজ মাহমুদ (৩৫)।
তিনি ফেনী জেলার দাগন ভূঁইয়া উপজেলার সেকান্দরপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। দেবিদ্বারমুখী একটি অজ্ঞাত ট্রাক কোম্পানীগঞ্জগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মাবুদ জানান, নিহতের সাথে থাকা ভিজিটিং কার্ড ও দুইটি মোবাইল সেট এবং কিছু টাকা পাওয়া গেছে। মোবাইল সেটের সূত্র ধরে তার স্ত্রী এবং চাচাতো ভাইয়ের সাথে কথা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।