শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধিঃ
আজ (৪ জানুয়ারি) বুধবার দুপুর একটার সময় হরিনচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ ভবন চত্বরে উপজেলা প্রশাসন ও হরিনচড়া ইউনিয়ন পরিষদে যৌথ সহযোগীতায় কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কালে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা ও ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম,সফিকুল ইসলাম (হুতাশ),লৎফর রহমান, আব্দুল করিম,নরেশ চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচশত অসহায় গরীব,দুঃখী,শীতার্ত মানুষের মাঝে এ কম্বল গুলো বিতরণ করা হয়। কয়েক দিনের হাড় কাঁপানো শীতে নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়ায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।