মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
ফ্রেঞ্চ কাপের ম্যাচে সহজ জয়েই বছরটা শুরু করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু লিগ ওয়ানে নিজেদের দুর্দশা যেন কাটাতেই পারছে না মাউরিসিও পচেত্তিনোর দল।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক লিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।ঘরোয়া লিগে শেষ পাঁচ ম্যাচে পিএসজির এটি চতুর্থ ড্র।
অবশ্য আরও একবার পয়েন্ট খোয়ালেও শীর্ষস্থান অটুট রয়েছে তাদের। লিগের ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। লিওন ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে।
গত রবিবার রাতে লিওনের মাঠে খেলতে গিয়ে শুরুতেই গোল হজম করে বসে পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে লিওনকে এগিয়ে দেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।
মনে হচ্ছিল, এই এক গোলেই হয়তো পিএসজিকে হারিয়ে দেবে লিওন।তবে শেষ পর্যন্ত তা হতে দেননি বদলি হিসেবে নামা থিলো কেহরার।
ম্যাচের ৭৬ মিনিটের সময় ফাঁকায় বল পেয়ে ডান পায়ের নিচু শটে লিওন গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। যা পরাজয় এড়িয়ে এক পয়েন্ট এনে দেয় পিএসজিকে।