বাংলাদেশ প্রতিদিন খবর
- মঙ্গলবার ৭ জুন, ২০২২ / ১০৩ জন দেখেছে

শহিদুল ইসলাম লেবুকে সভাপতি ও আব্দুর রহিম মিয়াকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (৬ জুন) সোমবার দুপুরে ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক এবং ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া ছিলেন আগের কমিটির যুগ্মআহ্বায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান।
শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার।
সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির প্রমুখ।