রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া ১০,০৯০ পিস টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মুল্লুক চলো আন্দোলনের ১০১ বছর সিলেট বিভাগীয় চা শ্রমিক সমাবেশ

মুল্লুক চলো আন্দোলনের ১০১ তম বছরে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে। রোববার (২২ মে) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে লাল পতাকা মিছিল প্রদক্ষিণ করা হয়। পরে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চা শ্রমিক সমাবেশ।

সমাবেশে চা শ্রমিকদের ন্যনতম দৈনিক মজুরি ৫০০টাকা ভূমি অধিকারসহ ১০দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, সমাবেশে বাংলাদেশে চা উৎপাদন বাড়ছে,২০২১ সালে রেকর্ড পরিমাণ ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদন হয়েছে,চায়ের দাম বেড়েছে, মালিকের মুনাফা বেড়েছে, বিপরীতে বাড়ছে চা শ্রমিকদের বঞ্চনা,শ্রম শোষণ, চলমান রয়েছে। বাড়েনি মজুরি,কর্মসংস্থান। বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম আকাশ ছোয়া। অথচ চা শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়নি। প্রায় ২শত বছর বসবাস করেও দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েও চা শ্রমিকেদর নেই ভূমির অধিকার। শিক্ষা, স্বাস্থ্যের দিকেও চা শ্রমিকরা পিছিয়ে। দেশের মানুষের মাথা পিছু আয় যখন বলা হচ্ছে ২৮০০ ডলারের উপরে তখনও চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১২০ টাকা। ১৬৮ বছর ধরে যে চা বাগান সেখানে মজুরী এখনও ১৬৮টাকা হয় নি। এমনকি এই অঞ্চলের ভারত,নেপালের তুলনায়ও কম মজুরি।

সমাবেশে বক্তারা আরো বলেন, আধুনিক যুগে এসেও দাসের মতো কাজ করতে হয় শ্রমিকদের। এই অন্যায় শোষণের বিরুদ্ধে, শ্রম শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন দৈনিক মজুরি ৫০০ টাকাসহ, গ্রাচ্যুয়িটি ৫% মুনাফা বন্টনের বিধান,ভূমির স্হায়ী মালিকানা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের পেনসনও রেশন দেওয়া,রেশন হিসেবে সপ্তাহে শ্রমিক প্রতি ৫কেজি এবং নির্ভরশীল প্রতিজনে ৩কেজি চাল ও প্রতিমাসে ২কেজি চা পাতা দেওয়া,কর্মক্ষেত্রে অসুস্থদের চিকিৎসা ও দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরন,নিরিখের অতিরিক্ত কাঁচাপাতা উৎপাদনে এবং ছুটির দিনে কাজ করার জন্য দ্বিগুন হারে মজুরি,শিক্ষা-কর্মসংস্থানে বিশেষ কোটার ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজী পাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহীন হোসেন প্রিন্স, কমরেড মাহবুব আলম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন,কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন, সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রহমান ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কমিটির উপদেষ্টা এড. মঈনুর রহমান মগনু, এড.জুনায়েদ আহমদ, আবু জাফর, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এড.আবুল হাসান ও জেলা সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com