শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দর্গম কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন।
(১৪ সেপ্টেম্বর) শনিবার কচুছড়িমুখ এলাকার অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের আবাল, বৃদ্ধ, বনিতারা চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।
লোগাং জোন (৩ বিজিবি)’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: নাঈমুল মুশফিক নাইম চিকিৎসা সেবা প্রদান করেন।
৩ বিজিবি অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে সকলের সাথে মত বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন।
এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোন (৩’ বিজিবি) এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।