সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ:
র্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার মামলা নং- ৩৭ (০৪)২২, জিআর নং- ১৭২/২২, ধারা-৩০২/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলাউদ্দিন (৪৫) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন শেখ নগর মধ্যম পাড়াস্থ নিজ বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ০৩১৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলাউদ্দিন (৪৫), পিতা- এরশাদ উল্লাহ জুনু, সাং- শেখ নগর, মধ্যম মহাদেবপুর, থানা- সীতাকুণ্ড, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।