শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিষধর সাপের কামড়ে নিধুরাম হাজরা (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিধুরাম উপজেলার শিবগঞ্জ দোহালী গ্রামের মৃত অভিরাম হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে নিধুরাম তার বাড়ির পাশে ড্রেন পরিষ্কার করার সময় হাত দিয়ে ড্রেনের মাঝে পড়ে থাকা খড় সরানোর সময় একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।
তারা জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসা রত অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।নিধরাম হাজরা কৃষি কাজের পাশাপাশি বাড়িতে বেশকিছু গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করতেন বলেও জানান তারা। তারা আরও জানান, বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবেশিরা চারপাশ থেকে তাকে ঘিরে রয়েছে। মাঝখানে নিধুরামের মাথা কোলে নিয়ে বসে রয়েছে এক যুবক। এর মাঝে চলছে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টায় কবিরাজি চিকিৎসা।