শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
খুলনায় বিস্ফোরক আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।আজ রবিবার (২২ মে) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নুর মোহাম্মদ অনিক ও মো. মোজাহিদুল ইসলাম রাফি।রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।