শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বলে র্যাব জানান, ভিকটিম মোংলায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে।
গত ০৮ মে ২০২২ তারিখ সন্ধ্যা ০৭.৩০ সময় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে ভাগায় তার বন্ধু হৃদয়(২০) এর সাথে দেখা হয়।
ভাগা হতে তার বন্ধু হৃদয়ের সাথে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে দেয়ালের পাশে একই তারিখ সময় স্থানীয় মোঃ আবুল কালাম আজাদ শুকুর ও মোঃ আসলাম শেখ সহ তাদের সহযোগী ৭/৮ জন আসামীরা ভিকটিমকে টেনে হিচরে একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যায়। তখন ভিকটিমের বন্ধু হৃদয়কে আসামীরা মারধর করে আটকে রাখে এবং আসামী মোঃ আবুল কালাম আজাদ শুকুর ও মোঃ আসলাম শেখ ভিকটিমেকে দেয়ালের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তখন অন্যান্য আসামীরা ভিকটিমকে একের পর এক ধর্ষণ করতে অপেক্ষা করতে থাকে ও পাহাড়া দেয়। পরবর্তীতে ভিকটিম ডাক-চিৎকার করলে আসামীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভিকটিম ও তার বন্ধু বিষয়টি ভিকটিমের মাকে ফোন করে জানায়।
ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাব-৬ এ অবহিত করে। উক্ত ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দলটি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত গণধর্ষণ মামলার আসামীরা রামপাল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৯ মে ২০২২ তারিখ সময় সদর কোম্পানি, র্যাব-৬, খুলনার একটি চৌকস আভিযানিক দলটি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় একাধিক অভিযান করে আসামী ১। মোঃ আবুল কালাম আজাদ শুকুর (২৪), পিতা-মোঃ আবুল হোসেন জোমাদ্দার, মাতা-জাহানারা বেগম, সাং-মালিডাঙ্গা, ২। মোঃ আসলাম শেখ(২২), পিতা-আব্বাস আলী শেখ, মাতা-ছফিরা বেগম, সাং-কিসমত ঝনঝনিয়া, ৩। মোঃ জনি শেখ (১৮), পিতা-মোঃ মজিবর শেখ, মাতা-জোসনা বেগম, সাং-ঝনঝনিয়া, ৪। মোঃ মারুফ বিল্লা(২২), পিতা-হযরত আলী শেখ, মাতা-রেবেকা বেগম, সাং-ঝনঝনিয়া, ৫। মোঃ হাসান শেখ(২০), পিতা-মোঃ মোজাহের শেখ, মাতা-নুরজাহান বেগম, সাং-মালিডাঙ্গা, ৬। মোঃ রাসেল শেখ(২২), পিতা-আব্দুল আজিজ শেখ, মাতা-ফজিলা বেগম, সাং-মালিডাঙ্গা, ৭। মোঃ হোসেন গাজী(১৮), পিতা-আজিবর গাজী, মাতা-ফাতেমা বেগম, সাং-ঝনঝনিয়া, ৮। মোঃ রাজু শেখ(২৪), পিতা-ইয়াকুব আলী শেখ, মাতা-শিরিনা বেগম, সাং-ঝনঝনিয়া সর্ব থানা-রামপাল, জেলা-বাগেরহাটদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তারা জড়িত আছে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করত আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।