মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর বাসভবনে উপকারভোগী রোগীদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তোলে দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত চিকিৎসা সহায়তার চেক বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। শ্রীমঙ্গল উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৩ ব্যক্তির হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।