মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন স্কুল ও কলেজের ৬২১জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।গতকাল (২৭ এপ্রিল) বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপজেলা রাজস্ব তহবিলের আওতায় ৯১জন কলেজ শিক্ষার্থীকে ২হাজার, মাধ্যমিক স্কুলের ৯ম ও ১০ শ্রেণীর ১৫২ জন শিক্ষার্থীকে ১৫০০ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ৩৭৮ শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, যুব উন্নয় কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ধর্মবিষয়ক সম্পাদক উপরু মিয়া উপস্থিত ছিলেন।