শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
লোহাগাড়ায় বটতলী শহর পরিচালনা কমিটির আয়োজনে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে রাত ৮টার দিকে বটতলী মোটর স্টেশনস্থ বণিক সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আরিফুর রহমান।
লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মাওলানা আকতারুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রবিউল আলম খাঁন,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ জালাল আহমেদ, যুগ্ন আহবায়ক মাওলানা আবদুল গনি, যুগ্ন আহবায়ক শহীদুল আলম, সদস্য সচিব সরওয়ার আকতার,যুগ্ন সদস্য সচিব নাছির উদ্দিন বাবুল, যুগ্ন সদস্য সচিব মোঃ পিয়ারু, সদস্য ইফতেখারুল আজম টুটুল, তৌহিদুল ইসলাম,গিয়াস উদ্দিন,শফিক আহমদ, মোঃ ইলিয়াছ, মোস্তফা কামাল,ফারুকুল ইসলাম,আরিয়ান হাসান,আবছার উদ্দিন,,শহীদুল ইসলাম,সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজ্বী মাওলানা নুরুল আলম চৌধুরী বলেন,১৯৭১সালে ১৬ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালি বিজয় ছিনিয়ে এনেছিল। ৫আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মত স্বাধীনতা এনে দিয়েছেন। বটতলী শহর কমিটির পাহারাদারগণ আন্তরিকতার সাথে কাজ করতে হবে বটতলী স্টেশনে জনগুরুত্বপুর্ণ শহর। স্টেশনের ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারে আমাদের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি থানা পুলিশও কাজ করছে। ওসি মহোদয়ের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে,স্টেশনকে যানজটমুক্ত করতে আমরা শহর পরিচালনা কমিটির সদস্যরা সবসময় মাঠে থেকে কাজ করে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, স্টেশনে যানজটমুক্ত ও স্টেশনের সুন্দর পরিবেশ গড়ার প্রত্যয়ে শহর উন্নয়ন কমিটি কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালি বিজয় ছিনিয়ে এনেছিল ১৬ ডিসেম্বর।বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। বিগত ৫আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করা হয়। এ স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। ওসি আরও বলেন, মাদক,ইয়াবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধ প্রবণতা বন্ধে সকলকে সোচ্ছার হতে হবে। অপরাধীরা যত বড়ই হোক,কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। রাত্রীকালীন সময় অপরাধ বন্ধে পাহারাদারদের তৎপরতা বাড়াতে হবে।থানা পুলিশ সবসময় পাশে থাকবে। কোন চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবেনা।সঠিক তথ্য দিয়ে থানা প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দোআ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী।