মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের উদ্যোাগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এসময় নবনিযুক্ত মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানকে সংবর্ধনা দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, এনাম হোসেন চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ প্রমূখ, উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা আওয়ামীলীগ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।