মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে নগরের পতেঙ্গায় আগুনে পুড়ে শারমিন আক্তার মনি নামে সাত বছর বয়সী এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল মান্নান গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) বিকেলে নগরের পতেঙ্গা থানার ভিআইপি রোড মোল্লাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে পুলিশ লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার কথা জানালেও প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে দক্ষিণ পতেঙ্গা দীন মোহাম্মদ সওদাগর কলোনির আব্দুল মান্নানের বাসায় রান্নার চুলা থেকে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ১২টি বসতঘর পুড়ে যায়। আগুন লাগার পর মা সাহিদা বেগম বাসা থেকে বের হতে পারলেও তার ৭ বছরের শিশু কন্যা শারমিন আক্তার মনি ঘটনাস্থলে মারা যায়। এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা আব্দুল মান্নান আগুনে দগ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ণ ও প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১২টি বসতঘর পুড়ে যায়। আগুনে প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা হবে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আব্দুল মান্নানের স্ত্রী সাহিদা বেগম মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় দ্রুত রান্না শেষ করার জন্য লাকড়িতে কেরোসিন তেল দেন। তেল ঢালার সময় অসাবধানতাবশত বেশি পরিমাণ তেল লাকরিতে পড়ে যায়। এতে তাদের ঘরে আগুন ধরে যায়।