শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় শতাধিক ঘর-বাড়ী, গাছপালা সহ চলতি বোরো আবাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে তিলাই মোড় থেকে ধামেরহাট বাজার আসার রাস্তায় একটি বড় আকৃতির কড়ই গাছ উপরে পাশ্ববর্তী ধান ক্ষেতে পড়ে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ তিলাই গ্রামের আঃরহিমের গাছ উপরে তার বসত বাড়ির ঘরের উপর পরে ঘরটি ভেঙ্গে গেছে।গাছ উপড়ে পড়ায় ওই রাস্তাটিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল।
পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ফসলি জমির মালিক মোজাহার আলী জানান, ঝড়ে কড়ই গাছটি উপড়ে আমার ফসলি জমিতে পড়ে প্রায় ১ বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। ওই জমি থেকে আমি প্রায় ২৭-২৮ মন ধান পেতাম।
শিলখুড়ী সহ অন্যান্য এলাকায় মধ্যরাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হালকা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
এ ব্যাপারে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, যে প্রায় এক-দেড়‘শ ঘরবাড়ী ও বড় আকৃতির কয়েকটি গাছ উপড়ে দোকানপাট সহ বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলার সোনাহাট, বলদিয়া ইউনিয়নে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যানগন আরও বলেন, প্রাকৃতিক ক্ষয়-ক্ষতির বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং কৃষি অফিসার আসাদুজ্জামান মিয়াকে অবহিত করেছেন।