সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় প্রশংসনীয় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা,মেহরাজ উদ্দীন অপারেশন ডেভিল হান্টে চকরিয়ার আ.লীগের ১৫ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার ভবন মালিক এসোসিয়েশন’র কমিটি গঠন আহবায়ক- আবুল হাশেম,সাংগঠনিক-আব্বাস উদ্দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটি ও ছনখরের ঘর চারঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী জয় দেশীয় অস্ত্রসহ আটক প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতে চান ব্রিটিশ নাগরিকরা ময়লার স্তুুপ ও দূরগন্ধে জরাজীর্ণ পুঠিয়ার বানেশ্বর হাট বাঘায় সাবেক পৌর মেয়র মুক্তা ও পৌর আ.লীগের সম্পাদক বাপ্পি গ্রেপ্তার গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা

থমথমে নিউ মার্কেট এলাকা

সারাদিন থেমে থেমে সংঘর্ষের পর অবশেষে ছাত্র-ব্যবসায়ী দু’পক্ষই রাস্তা ছেড়েছে। ঢাকা কলেজের ছাত্ররা রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে আসেন। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এর কিছু পর ব্যবসায়ীরাও ফিরে যান।

বিবদমানরা সরে গেলেও, থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়। সংঘর্ষের সময় ব্যবহৃত ইটের টুকরো যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। রাস্তায় মাঝে মাঝে দু-একটা অ্যাম্বুলেন্স চলছে। কিছু রিকশা ও মোটরসাইকেলও দেখা গেছে।

শক্ত অবস্থানে আছে পুলিশ। তারা নিউমার্কেট ওভার ব্রিজের নিচে অবস্থান নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সড়ক বাতি।

রমিজ উদ্দিন স্থানীয় একজন নিউজবাংলাকে বলেন, ‘শুনলাম সারাদিন ঝামেলা হইছে। এখন পরিস্থিতি ভালো, তাই দেখতে আসছি।’

প্রেক্ষাপট

সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়।

মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।

সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠিসোটা হাতে দলবেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

গতকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজেরই অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন বলে নিশ্চিত করেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

অপরপক্ষে ব্যবসায়ী এবং পথচারীদের অনেকে আহত হওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষকালেই আহত হন কয়েকজন পথচারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com