শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে প্রণোদনা পেতে এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রত্যয়নপত্র জমা না দিলে তারা প্রণোদনা বা ভর্তুকি পাবেন না।
আজ (১৮ এপ্রিল) সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের কার্যরত সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রোসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রপ্তানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিনে যাচাইপূর্বক (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আলোচ্য নির্দেশনা সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকরণ পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ায় সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।