বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই ছুটছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে টানা ষষ্ঠ জয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে ধানমন্ডির ক্লাবটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করা শেখ জামালের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭১ রান। জবাবে ৪৩.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৯৯ রান করতে পেরেছে গাজী গ্রুপ। অলরাউন্ড নৈপুণ্যে দলকে ৭২ রানের জয় এনে দিয়েছেন ভারতীয় তারকা পারভেজ রাসুল।
এ জয়ের ফলে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের আরও কাছাকাছি চলে গেলো শেখ জামাল। সুপার লিগে বাকি থাকা চার ম্যাচের মধ্যে আর তিনটি জিতলেই কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। এছাড়া অন্যরা হারলে দুই ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন হতে পারবে শেখ জামাল।
ইমরুলদের করা ২৭১ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল গাজী গ্রুপ। রানের খাতা খোলার আগেই আউট হন প্রান্তিক নওরোজ নাবিল। আরেক ওপেনার মেহেদি মারুফ করেন ১৬ রান। অভিজ্ঞ ফরহাদ হোসেন আউট হন ৩৭ রান করে।
হতাশ করেন অধিনায়ক আকবর আলি (১৪) ও মিডলঅর্ডারের ভরসা আলআমিন জুনিয়র (৪)। বাকিদের ব্যর্থতার ভিড়ে ভারতীয় অলরাউন্ডার ধ্রুব শোরে খেলেন ৫৫ রানের ইনিংস। শেষ দিকে মিম মোসাদ্দেক ১৪, মারাজ মাহবুব ২১ ও হুসনা হাবিব ২৪ রান করলে পরাজয়ের ব্যবধান কমে।
শেখ জামালের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন পারভেজ রাসুল ও এবাদত হোসেন। এর আগে ব্যাট হাতেও ৭৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রাসুল। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকার দুই উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও রবিউল ইসলাম রবি। আউট হওয়ার আগে সাইফ করেন ৫৩ বলে ২৫ রান। অন্যদিকে ফিফটি হাঁকিয়ে ৬৯ বলে ৫৮ রানে থামেন রবি।
পরে ইনিংসের ৩০তম ওভারে দলীয় ১২২ রানের মাথায় ৪০ বলে মাত্র ২৪ রান করে আউট হয়ে যান ইমরুল কায়েস। সেখান থেকে মাত্র ১৯.৪ ওভারে ১৪১ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান ও পারভেজ রাসুল। দুজনই হাঁকান ফিফটি।
আসরের শুরু থেকেই অলরাউন্ড পারফরম্যান্স করা রাসুলের ব্যাট থেকে আসে ৭ চার ও ২ ছয়ের মারে ৬৪ বলে ৭৩ রান। সোহান করেন ঠিক ৭৩ রান। লিস্ট এ ক্যারিয়ারের ১৪তম ফিফটি করা এই ইনিংসে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান এ উইকেটরক্ষক ব্যাটার।
গাজী গ্রুপের পক্ষে বল হাতে ১০ ওভারে মাত্র ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ধ্রুব শোরে। এছাড়া মারাজ মাহবুব নিলয়ের শিকার বাকি ২ উইকেট।