শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
সুস্বাস্থ্য থাকতে কার্বোহাইড্রেট-প্রোটিন-ফ্যাটের পাশাপাশি ভিটামিন ও খনিজ পদার্থের প্রয়োজনীয়তা আছে। তবে জীবনযাত্রার অনিয়ম কিংবা অস্বাস্থ্যকর খাদ্যাভাসের কারণে প্রত্যেকের শরীরেই কিছু না কিছু ভিটামিনের ঘাটতি পড়ে যায়।
ভিটামিন ডি, সি ও এ-র গুরুত্ব সম্পর্কে জানলেও, ভিটামিন ‘কে’-র বিষয়ে আমাদের ততটা জানা নেই। তাই শরীরে এর ঘাটতি হলেও সচেতনতার অভাবে অনেক সময় তা বুঝতে পারি না।
শরীরে ভিটামিন ‘কে’-এর ঘাটতি হয়েছে বুঝবেন যেভাবে—
যা খেলে শরীরে ভিটামিন কে-এর ঘাটতি মিটবে—
খাদ্যতালিকায় বেশি বেশি শাকসবজি রাখতে হবে। পালং শাক, ব্রকোলি, বাঁধাকপি, বরবটি নিয়মিত খেতে হবে। দুগ্ধজাত খাবার ও ডিম খেলে এই ভিটামিনের ঘাটতি কমবে। ফলের মধ্যে অ্যাভোক্যাডো, কিউয়ি, আঙুর, আলুবোখরা খেতে পারেন। মুরগির মাংস এবং সোয়াবিনেও প্রচুর ভিটামিন কে রয়েছে।