বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
‘ক্যাপ্টেনস নক’ খেললেন হার্দিক পান্ডিয়া। দলকে এনে দিলেন লড়াকু পুঁজি। তার হাফসেঞ্চুরিতে ভর করেই ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পেয়েছে গুজরাট টাইটান্স। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১৬৩ রান।
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে রানের গতি বেশ ভালোই ছিল গুজরাট টাইটান্সের। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানো কিছুটা বিপাকে ফেলে দেয় তাদের।১০৪ রান তুলতে সাজঘরের পথ ধরেন শুভমান গিল (৯ বলে ৭), সাই সুদর্শন (৯ বলে ১১), ম্যাথু ওয়েড (১৯ বলে ১৯) আর ডেভিড মিলার (১৫ বলে ১২)।
১৩.৩ ওভারে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে অভিনব মনোহরের সঙ্গে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন গুজরাট অধিনায়ক।
মনোহর ২১ বলে ৩৫ করে ফিরলেও হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪২ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় হার না মানা ৫০ রানের ইনিংস খেলেন তিনি।হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার আর টি নটরাজন দুটি করে উইকেট শিকার করেন।