বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না চেন্নাইয়ের। রবিন উথাপ্পা আর রিতুরাজ গাঁইকদ ১৮ বলে গড়েন ২৫ রানের জুটি। উথাপ্পা ১১ বলে ১৫ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর রিতুরাজও সাজঘরের পথ ধরেন ১৬ রানে (১৩ বলে)।
৩৬ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ইনিংসের তখন মাত্র ৫ ওভার পেরিয়েছে। তৃতীয় উইকেটে আম্বাতি রাইডুকে নিয়ে ৫০ বলে ৬২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মঈন আলি।
রাইডু ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ইনিংস খেলতে পারেননি। ২৭ বলে ২৭ করে আউট হন এই ব্যাটার। তবে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন মঈন। মাত্র ২ রানের জন্য হয়নি।
৩৫ বলে ৩ চার আর ২ ছক্কায় মঈন ৪৮ করে ফেরার পর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে চেন্নাই। শিভাম দুবে আর মহেন্দ্র সিং ধোনি দুজনই করেন ৩ রান। শেষদিকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা ১৫ বলে ২৩ রানের ইনিংসে লড়াকু পুঁজি এনে দিয়েছেন দলকে।
সানরাইজার্স হায়দরাবাদের ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। টি নটরাজনও ২ উইকেট পেয়েছেন, তবে তার খরচা ৪ ওভারে ৩০ রান।