বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শ্রীমঙ্গলে দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুম ২০২১-২২ সালের ২২তম চা নিলাম অনুষ্টিত হয়। এটি এ বছরের শেষ চা নিলামের ডাক ছিলো।
বুধবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারের দ্বিতীয় তলায় অনুষ্টিত হয় ২২তম চা নিলাম।
নিলামে লুয়াইনি চা বাগান, নাহার চা বাগান, সাগরনাল চা বাগান,পঞ্চগড়ের সুরমা ও পূর্ণিমা চা বাগান, শ্রী-বাড়ী চা বাগান,বৃন্দাবন চা বাগান, এম আর খান চা বাগান,জুলেখা নগর চা বাগান,ধামাই চা বাগান,বাহাদুর পুর চা বাগান,হাফিজ চা বাগান সোনা রুপা চা বাগানের চা তোলা হয়।
নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল লুয়াইনি চা বাগানের জিওবি সাইজের চা ৬২০ টাকা, সাগরনাল চা বাগানের চা ৫৫০টাকা, নাহার চা বাগানের চা ৫০০ টাকা ও শ্রী বাড়ী চা বাগানে চা ৪৮০ টাকা দরে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। তারমধ্যে বৃন্দাবন চা বাগানের গ্রীন টি ১৬০০ টাকা দরে বিক্রি হয়।
টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (টিপিটিএবির) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৫টি ব্রোকার্স হাউজ অংশ নেয়। ব্রোকার্সগুলো হলো, সোনার বাংলা ব্রোকার্স, জিএস ব্রোকার্স,শ্রীমঙ্গল ব্রোকার্স,রুপসী বাংলা ব্রোকার্স, জালালাবাদ ব্রোকার্স। এরমধ্যে সব চা বিক্রি হয়েছে।
শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান শহীদ আহমদ জানান, শেষ নিলামে চায়ের ভালো দামে বিক্রি হয়েছে। প্রতিটি নিলামে ধারাবাহিকভাবে চা বিক্রি বেড়েছে।
শ্রীমঙ্গল নাহার চা বাগানের ব্যবস্থাপক পীষুশ কান্তি ভট্রাচার্য্য বলেন,আমরা চেষ্টা করেছি চায়ের গুণগত মান ধরে রাখতে। শেষ নিলামে নতুন চায়ের দামও ভালো পেয়েছি।