শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
ইউক্রেনে আগ্রাসন বন্ধে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় গতকাল (২২ মার্চ) মঙ্গলবার টেলিফোনে আলাপকালে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর এ নিয়ে অষ্টম বারের মতো কথা বললেন দুই নেতা। বিবৃতিতে জানানো হয়, প্রায় এক ঘণ্টা তারা কথা বলেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। কিন্তু প্রেসিডেন্ট মাক্রোঁ তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যুদ্ধবিরতি ও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের পাশে আছেন বলেও উল্লেখ করা হয় এতে।
সংবাদ সংস্থা আরআইএ-র প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের তরফে এ ফোনকলের আহ্বান করা হয়েছিল।এর আগেও ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সে সময় তিনি জানান, ইউক্রেনের নেতারা তাকে পুতিনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার।