সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় প্রশংসনীয় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা,মেহরাজ উদ্দীন অপারেশন ডেভিল হান্টে চকরিয়ার আ.লীগের ১৫ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার ভবন মালিক এসোসিয়েশন’র কমিটি গঠন আহবায়ক- আবুল হাশেম,সাংগঠনিক-আব্বাস উদ্দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটি ও ছনখরের ঘর চারঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী জয় দেশীয় অস্ত্রসহ আটক প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতে চান ব্রিটিশ নাগরিকরা ময়লার স্তুুপ ও দূরগন্ধে জরাজীর্ণ পুঠিয়ার বানেশ্বর হাট বাঘায় সাবেক পৌর মেয়র মুক্তা ও পৌর আ.লীগের সম্পাদক বাপ্পি গ্রেপ্তার গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা

দূষিত দেশের তালিকায় এখনো শীর্ষে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ এখনো সবার উপরে রয়েছে। সেই সঙ্গে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার (২২ মার্চ) প্রকাশিত বিশ্বের বায়ুর মান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বের ১১৭টি দেশ ও ছয় হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসে প্রতি ঘনমিটারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণার পরিমাণ দেখে তালিকাটি করা হয়েছে।

বাংলাদেশে এর মাত্রা ৭৬ দশমিক ৯, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী যা থাকার কথা ১০ -এর কম। দুষিত বায়ুর দেশের তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে চাদ, পাকিস্তান, তাজিকিস্তান ও ভারত। আর সবচেয়ে দুষিত শহরের শীর্ষে নয়াদিল্লি।

গেলো বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে জানায়, পিএম ২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।

তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নির্দেশক অনুযায়ী পৃথিবীর কোন দেশেই দূষণমুক্ত নয়। জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র তিন দশমিক চার শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে।

তবে ৯৩টি শহরে পিএম ২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি। ২০২১ সালে ভারতে দূষণের মাত্রা আরও খারাপ হয়েছে এবং নয়াদিল্লি আবারো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তকমা পেয়েছে।

বাংলাদেশ আগের বছরের মতো ২০২১ সালেও সবচেয়ে দূষিত দেশের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া, ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত রাজধানী হিসেবে তালিকায় উঠে এসেছে। এই সমীক্ষায় প্রথমবারের মতো আফ্রিকার দেশগুলোর তথ্য নেওয়ায় চাদ দ্বিতীয় স্থানে রয়েছে।

২০১৪ সাল থেকে দূষণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় চীন ২০২১ সালে পিএম ২.৫ র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে নেমে এসেছে। এর আগের বছর দেশটির অবস্থান ছিল ১৪তম। আইকিউএয়ার বলছে, ২০২০ সালের তুলনায় কিছু উন্নতি হয়ে ২০২১ সালে চীন আরও উন্নতি করেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডার বলেন, অনেক দেশ আছে যারা বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বড় উদ্যোগ নিচ্ছে। চীনের অবস্থা অনেক খারাপ ছিল, তবে তারা দিন দিন উন্নতি করছে। বিশ্বে এমন অনেক জায়গা আছে, যেখানে বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com