মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের অসহায় মমিন উল্ল্যার ওয়ারিশি ও ক্রয়কৃত ভূমি লক্ষ্মীপুর সরকারী কলেজের অধক্ষ্য মাঈন উদ্দিন পাঠান, কয়েক’শ লাঠিয়াল বাহিনি নিয়ে অবৈধভাবে, দখল, দখলকৃত বাড়ির ভূমির উপর নিমার্ণাধীন ঘর ভাংচুর ও পরিবারের নারী সদস্যেদের শ্লীলতাহানি, মারধর করে গাছপালা কেটে নিয়ে যায় এর প্রতিবাদে গতকাল (২০ মার্চ) রবিবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মমিন উল্ল্যাসহ ভুক্তভোগী পরিবার মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মমিন উল্ল্যাহ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন সহ ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দু। এই সময় ক্ষতিগ্রস্ত সাংবাদিক আলমগীর হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যের সময় তিনি দাবি করেন দখল ঠেকাতে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা কপিসহ , গত ১৩ মার্চ ২০২২ইং লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলার নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীপুর প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরের নিকট লিখিত অভিযোগ করেন কোনো সমাধান পাননি। তিনি আরোও বলেন, পরিবারের নারী সদস্যদের উপর জোর, জুলুম, অন্যায় আচরণ ও তাদের সম্পত্তি দখলের বিষয় তুলে ধরেন। এই সময় ভুক্তভোগী পরিবারের সদস্য মমিম উল্যা, প্রতিবন্ধী রিকশা চালক সফিক উল্যা, ফারুক, পারভেজ, রুবি আক্তার, আলেয়া বেগম, সহিদা বেগম, আরুফা বেগম, ফাতেমা আক্তার, ছকিনা বেগম,ইব্রাহিমসহ অত্রএলাকার শতাধিক মানুষ ও এলাবাসি উপস্থিত ছিলেন। এই সময় তিনি বলেন, যে কোন মুহূর্তে মাঈন উদ্দিন পাঠান, উপজেলা চেয়ারম্যান একে এম সালাউদ্দিন টিপু,আব্দুল লতিব গংরা আমাদেরকে মিথ্যা মামলা জড়ানোর, ও প্রাণে হত্যার হয়রানি করার হুমকি ধামকী দিচ্ছে। নিরাপত্তাহীনতা রয়েছেন বলে জানান, উল্লেখ্যকৃত ঘটনার বিভাগীয় তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছি। সররাষ্ট্রমন্ত্রী, এবং ভূমি মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট জোর দাবি জানান তিনি। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক সাবেক সহকারী অধ্যপক আজিজুর রহমান, সিনিয়র সাংবাদিক আনোয়ার রহমান বাবুল, কালের কন্ঠ জেলা প্রতিনিধি কাজল কায়েস, সময় সংবাদ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, গণকণ্ঠ জেলা প্রতিনিধি এমরান হোসেন, লাখো কন্ঠ জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ,সাংবাদিক তারেখ উদ্দিন জাবেদ, নুরুল আমিন সিকদার, বিএম সাগর, আরিফ হোসেন, মাজহারুল ইসলাম টিপু, বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি মমিন উল্যা, জনবাণীর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি অ আ আবির আকাশ, প্রথম কথা জেলা প্রতিনিধি কাজী ওসমান মোর্শেদ, আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি কামরুল ইসলামসহ প্রমুখ।